শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি শুধু একটি উৎসবই নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে গণ্য হয়। বাংলা ১৪৩২ সনকে বরণ করে নিতে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান -এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মো.আঃ মমিন, উপজেলা নির্বাচন অফিসার মো. আল নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হবি), ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো.বাবুল হোসেন, শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা।

সভায় বক্তারা বলেন, প্রাচীনকাল থেকেই বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। স্বাধীনতার পর এই দিনটি জাতীয় উৎসবে পরিণত হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাঙালিরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায়। সভায় আগত অতিথিবৃন্দ নববর্ষ উদযাপনকে ঘিরে নিরাপত্তা, অনুষ্ঠান ব্যবস্থাপনা, জনসচেতনতা ও সাংস্কৃতিক পরিবেশনা সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন এবং সেগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সবার মতামতের ভিত্তিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়