মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

থানা থেকে লুট হওয়া গ্যাসগানের সেল নদী থেকে উদ্ধার

সংবাদের আলো ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গতবছরের ৪ আগস্ট সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া গ্যাসগানের ১২টি সেল পরিত্যক্ত অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার স্বরসতি নদী থেকে গ্যাসগানগুলো উদ্ধার করা হয়।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, স্থানীয় লোকজন নদীতে মাছ ধরতে গিয়ে একটি ব্যাগের ভেতর গ্যাসগান সেল দেখতে পেয়ে থানায় খবর দেয়।এরপর ঘটনাস্থলে গিয়ে গ্যাসগানের ১২টি সেল উদ্ধারের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে পুলিশকে মারধর, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুট করা হয়। এ ঘটনায় সেসময় সলঙ্গা থানায় মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গ্যাসগানের সেলগুলো থানা থেকে লুট করা হয়েছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়