কালিয়াকৈরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্দারমানিক এলাকায় ১০ বছরের কন্যা শিশু র্ধষনের চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম(৫২) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানার পুলিশ ।পরে মঙ্গলবার(৮ এপ্রিল )দুপুরে গ্রেফতারকৃত ব্যক্তিকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন পুলিশ ।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার সরকারপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে ।সে সফিপুর আন্দার মানিক এলাকায় মুরগির ব্যবসা করতেন । এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় গত ৭ এপ্রিল সোমবার দুপুরে চকলেট দেবার কথা বলে দোকানের ভিতর নিয়ে ঐ শিশু কে জোরর্পূবক ধর্ষণের চেষ্টা করেন রফিকুল। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশর লোকজন এগিয়ে এসে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করেন। পরে কালিয়াকৈর থানায় খবর দিলে কালিয়াকৈর থানা পুলিশ তাকে আটক করেন।
এদিকে ঘটনার দিন রাতেই শিশুটির নানা বাদি হয়ে কালিয়াকৈর থানায় নারী শিশু র্নিযাতন আইনে ধর্ষণ চেষ্টার মামলা করেন ।ওই মামলার ভিত্তিতে গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ জেল হাজতে পাঠায় কালিয়াকৈর থানা পুলিশের এসআই মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন,অভিযুক্ত রফিকুল ইসলামকে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে ।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।