ঝড়ে পড়া পাতা নিয়ে মারপিট একজন নিহত, ঘর বাড়ি ভাংচুর-লুটপাট


রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঝড়ে পড়া গাছের পাতা নিয়ে সৃষ্ট সংঘর্ষে আজিজুর রহমান (২৫) নামের এক ব্যক্তি নিহত হবার খবরে মঙ্গলবার দুপুরে উল্লাপাড়ার দাদপুর গ্রামে হাজী আশরাফ আলীর বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। আজিজুর রহমান এই গ্রামের শামছুল ইসলামের ছেলে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানান, গতকাল সকালে শামছুল ইসলামের বাড়িতে পূর্বের রাতের ঝড়ে পড়া পাতা নিয়ে প্রতিবেশী হাজী আশরাফ আলী’র পরিবারের সঙ্গে শামছুল ইসলামের পরিবারের গোলযোগ হয়। এক পর্যায়ে তার (আশরাফ) ছেলে নুর মোহাম্মাদ ও নুর আলম শামছুল ইসলামের ছেলে আজিজুর রহমানকে বেধড়ক মারপিট করে। ঘটনার পরই গুরতর অবস্থায় আজিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে আজিজুর হাসপাতালে মারা যান। এই খবর উক্ত গ্রামে পৌঁছালে আজিজুরের লোকজন ক্ষুব্ধ হয়ে হাজী আশরাফ আলীর বাড়ি আক্রমন করে। তারা ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলে। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। এসময় কিছু জিনিসপত্রও লুটপাট হয়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে ফেরা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে আজিজুরের মৃত্যুর খবর পাবার পর হামলার শিকার হাজী আশরাফ আলীর বাড়ির লোকজন সবাই পালিয়ে যায়। বর্তমানে মৃত আজিজুর রহমানের বাবা শামছুল ইসলাম উল্লাপাড়া থানায় এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।