নিখোঁজের ৩৮ ঘন্টা পরে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার


উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মিরাজুল ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজের নিখোঁজের ৩৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট সংলগ্ন যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবার। মিরাজুল ইসলাম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে। মিরাজুলের কাকা বাবু মিয়া জানান, গত ৬ এপ্রিল রোববার বিকেলে চরসলিমাবাদ (ভূতের মোড়) এলাকা সংলগ্ন যমুনা নদীতে বোনদের সাথে গোসলে নামে মিরাজুল। তবে সবার অগোচরে নদীর স্রোতের টানে ভেসে যায় সে।
জাল ও নৌকা দিয়ে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। আজ মঙ্গলবার সকালে কয়েকজন জেলে নদীতে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা নৌকা নিয়ে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।