সংবাদের আলো ডেস্ক: বিক্ষোভে নামে লুটপাট নিতান্তই ছোটলোকি মন্তব্য করে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, এটি কোনো মুমিনের আচরণ হতে পারে না। মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। আজহারী লিখেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতিউৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে, এরা সুযোগের অভাবে সৎ। এরা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। তিনি আরও বলেন, কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত।এর আগে সোমবার (৭ এপ্রিল) গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দেশের আপামর ছাত্র-জনতা। মিছিল থেকে কিছু দুষ্কৃতকারী সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের কঠোর বার্তা দিয়েছে সরকার। এ পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.