আশরাফুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালী তে আজ রোজ সোমবার (৭এপ্রিল) বেলা ০৪:৪৫ মিনিটে আসর নামাজ শেষে ইসরায়েল বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী রাঙ্গাবালী উপজেলা শাখার আয়োজনে রাঙ্গাবালী সদর ইউনিয়ন জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর ইউনিয়ন বাহেরচর বাজারে জামায়াতের আমির মাওলানা কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাঙ্গাবালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইশতিয়াক হোসেন বশির তালুকদার।সহ বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গরা। তাদের দাবি ইসরাইলি পণ্য বয়কট করতে হবে ইসরাইল বাংলাদেশের আমদানি ক্রিত টাকা দিয়ে অস্ত্র কিনে ফিলিস্তিনিদের উপর আঘাত হানে। তাই আমাদের প্রথমে ইসরাইলি পণ্য বয়কট করতে হবে। এবং ব্যবসায়ীদের প্রতি ইসরাইলি পণ্য না রাখার আকুল আবেদন করে।পরে শেষে চৌরাস্তা মোড় প্রাঙ্গনে ইজরাইলি প্রতীক আগুন দিয়ে জ্বালিয়ে পুরানো হয়। এবং তীব্র নিন্দা জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.