খুলনায় বাটা-কেএফসিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১


সংবাদের আলো ডেস্ক: খুলনা নগরীতে বাটার শো রুম ও কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব জানান, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।তিনি আরও জানান, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটক করার জন্য চেষ্টা চলছে। এর আগে গত সোমবার সন্ধ্যায় কিছু লোক নগরীর ময়লাপোতা মোড়ে কেএফসিতে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর নগরীর শিববাড়ি মোড়ে বাটার শোরুমে ভাঙচুর চালানো হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।