জামালপুর প্রতিনিধি: জামালপুরে চেক প্রতারনার অভিযোগের মামলায় সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমীন মিলনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ সোমবার (৭ এপ্রিল) জামালপুরের যুগ্ন জেলা জজের ২য় আদালতের বিজ্ঞ বিচারক নিস্কৃতি হাগিদক এই রায় দিয়েছেন। মামলার সুত্রে জানা গেছে , মামলার আসামী রহুল আমীন মিলন ৩ মাসের সময় নিয়ে বাদী শহিদুল্লাহ শহীদের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। কিন্তু ৩ মাসের সময় অতিবাহিত হলে টাকা পরিশোধ করতে টালবাহানা শুরু করেন।এক পর্যায়ে গত ২০২৩ সালের ১২ জুলাই পাওনা টাকা না দিয়ে কৃষি ব্যাংক জামালপুর শাখার চেক বহি থেকে ২ লাখ টাকার চেক প্রদান করেন।মামলার বাদি ব্যাংকে চেক জমা দিলে ব্যাংক থেকে জানানো হয় তার একাউন্টে টাকা সেই পরিমানের কোন নেই। পরে ২০২৩ সালের ২২ আগষ্ট শহিদুল্লাহ্ বাদি হয়ে চেক প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতে এই রায় ঘোষনা করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ মোকাদ্দেস আলী। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পিপি এডভোকেট সাথী।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.