প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ
মাধবপুরে টানা ১ঘন্টা দোকানপাট বন্ধ করে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসুচির অংশ হিসাবে মানববন্ধন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসুচির অংশ হিসাবে "ফিলিস্তিনে বেসামরিক মুসলিম জনগণের উপর দখলদার ইহুদীবাদের ইসরায়েলের নির্বিচারে বোমা হামলার" প্রতিবাদে টানা ১ঘন্টা দোকানপাট বন্ধ করে হাজারো মুসলিম জনতার সাথে মানববন্ধনে যোগ দেন ব্যবসায়ীরা।
সোমবার সকাল ১০ঘটিকার দিকে শাহপুর নতুন বাজার ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধনে অংশ নেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন সহ হাজারো মুসলিম জনতা। পশ্চিম ছালেহাবাদ দারুসসুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদ্রাসার ব্যানারে মানববন্ধনটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিন করে শাহপুর নতুন বাজার সংলগ্ন মহাসড়কের পাশে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে মোঃ শিমুল খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পশ্চিম ছালেহাবাদ দারুসসুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মাওঃ মোঃ আলাউদ্দিন, বাপা নেতা আব্দুল কাইয়ুম, বাখরনগর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মুফতি শাহজাহান, ডাঃ জসিম উদ্দিন, শাহপুর আলীনগর জামে মসজিদের খতিব মাওঃ হাফেজ দেলোয়ার হোসেন, শাহপুর পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাওঃ হাফেজ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ রুকন উদ্দিন, মোঃ ফজলু মিয়া সর্দার, ব্যবসায়ী মোঃ এখলাছুর রহমান, মোঃ মহব্বত আলী, ডাঃ মৃদুল দাস, মোঃ সুমন তালুকদার সহ প্রমুখ।
এর পূর্বে শাহপুর নতুন বাজারে বাজার কমিটির ঘোষণা ক্রমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাজারের সকল দোকানপাট বন্ধ ছিল। বক্তাগন গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারন মানুষের ওপর নৃংশস হামলা চালাচ্ছে এর তীব্র নিন্দা জানান। উপস্থিত হাজারো মুসলিম জনতা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ফ্রি প্রালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজাসহ নানা স্লোগান দেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.