নেত্রকোনায় ধর্ষণ চেষ্টায় যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তরুণী


নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ধর্ষণ পারভেজ হোসেন (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে ফেলেছে এক তরুণী। আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে রাজধলা বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে। পারভেজ হোসেন উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মান্নাফ মিয়ার ছেলে। আর সুমাইয়া আক্তার উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামের আব্দুল গনি সরকারের মেয়ে। রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, জাহিদ নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের সঙ্গে দেখা করতে বিকেল চারটার দিকে রাজধলা বিলপাড়ে আসে। এসময় প্রেমিক জাহিদ ফোনে দিয়ে পারভেজ নামের তার এক বন্ধুকে আনে। পরে তারা দুজন মিলে তাকে বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্ব ধর্ষণের চেষ্টা চালায়। এসময় সে ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করে। এতে পারভেজের পুরুষাঙ্গের অর্ধেক কেটে যায়। চিৎকার শোনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ সময় স্থানীয়রা ওই তরুণীকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেও পরে ছেড়ে দেয়। তবে আহত পারভেজের পরিবারের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজের পুরুষাঙ্গের মাঝামাঝি অর্ধেক কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুমাইয়া আক্তার জানান, তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে, ব্যাগে থাকা ব্লাড দিয়ে সে আঘাত করে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।