মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজায় গণহত্যার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর শিক্ষার্থীরা । আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্লাজা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় । পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়ারামপুর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা গজায় ইসরায়েলি বর্বরতার তীব্র প্রতিবাদ জানান এবং চলমান আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীরা বলেন, আজকের প্রতিবাদ কেবল ফিলিস্তিনের জন্য নয়—এটি মানবতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে একটি সম্মিলিত কণ্ঠস্বর।নিরীহ ফিলিস্তিনিদের উপর এই বর্বরতা কোনোভাবেই মানবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে। মানববন্ধন শেষে গাজায় শহীদ হওয়া ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত এবং তাদের মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মো. আল-আমিন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়