সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে ইউএনওকে যুবকের হুমকিদাতা রানা আটক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদ- এবং অনাদায়ে এক বছরের জেল দেয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওকে) অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করার অভিযোগে রানা (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (০৬ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। রানা ভূঞাপুর পৌরসভার ফসলান্দী গ্রামের হাজী শফিউদ্দিনের পালক ছেলে। জানা যায়, ঈদকে কেন্দ্র করে রবিবার দুপুরে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করে সাধারণ শিক্ষার্থীরা। অভিযোগের ভিত্তিতে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে অতিরিক্ত ভাড়া আদায়কারী কয়েকটি বাস, সিএনজি, রাস্তার পাশে অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা ড্রাম ট্রাক, মোটরসাইকেল ও চায়ের দোকানে প্রকাশ্যে সিগারেট খাওয়ার অপরাধে বেশ কয়েকজনকে মোট ১১ হাজার ৫শ টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।তারমধ্যে ড্রাম দেখাশোনা করার কাজে নিয়োজিত থাকা রানাকে ৫ হাজার অর্থদ- ও অনাদায়ে ১ বছরের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত। একপর্যায়ে রানা নামে এক যুবক অভিযোগকারী ছাত্রদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয় এবং অর্থদ-ের টাকা ছাত্রদের থেকে আদায় করার জন্য হুমকি প্রদর্শন করেন । এছাড়াাও শিক্ষার্থীদের অনুমতি না নিয়ে গোপনে ছবি তোলে। এর আগে বাসস্ট্যান্ড এলাকায় বাসের কিছু হেলপার ও শ্রমিকরা ছাত্রদের লাঞ্ছিত ও গায়ে হাত তোলার অভিযোগ করে ছাত্ররা। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিমসহ সাধারণ শিক্ষার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।এর পরবর্তীতে ওই ভুক্তভোগী ছাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করে। পরে ঘটনাস্থলে রানা ইউএনও’র কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইউএনও কে লাঞ্ছিত করে হুমকি প্রদর্শন করে। ঘটনার পরপরই ভূঞাপুর থানা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে আটক করে। এ ঘটনায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, ইউএনওকে হুমকি ও অসৎ আচরণের অভিযোগে রানা নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রীয়াধীন। উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়