আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপি মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়। মুফতি শহিদুল ইসলামের নেতৃত্বে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে ভূঞাপুর - তারাকান্দী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে শেষ হয়।মুফতি হাফেজ শহীদুল ইসলাম ভূঞাপুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি আসাদুজ্জামান শামীম, হাফেজ মাওঃ মনোয়ার হোসেন, মাসুম আজাদী, হাফেজ মাওঃ সিরাজুল ইসলাম আন্দেপুরী প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.