সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজায় চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার সর্বস্তরের মানুষ। সোমবার (৭ এপ্রিল) বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এসময় সমাবেশ থেকে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়। দুপুর ২ ঘটিকায় পূর্বধলা কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে তৌহিদী জনতা ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিক্ষোভ মিছিলটি পূর্বধলা বাজারের মেইন রোড, খাদ্য গোদাম রোড, ষ্টেশন রোড প্রদক্ষিন করে। পূর্বধলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, হেফাজতে ইসলাম পূর্বধলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন খান, পূর্বধলা জামে মসজিদের ইমাম নূর মোহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন মেজবাহ,মুফতি তোফাজ্জল হোসাইন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে এসময় আল-আকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ, আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ মাধমে তাদের বিচারের আওতায় এনে শাস্তির আহ্বান জানিয়ে ইসরাইলকে অর্থনৈতিকভাবে ধ্বংস করতে তাদের পণ্য বয়কটের ঘোষনা দেন সবাই। এছাড়া গ্লোবাল স্ট্রাইকের ডাকে সাড়া দিয়ে দুপুর ২:৩০ ঘটিকার সময় পূর্বধলা পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে মিছিল বের হয়ে রাজপাড়া, গার্লস স্কুল, জামতলা বাজার প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ফিলিস্তিন ফিলিস্তিন,জিন্দাবাদ জিন্দাবাদ ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’ স্টপ জ্যানোসাইডসহ নানা স্লোগান দিতে থাকে। এসময় বক্তারা বলেন, সম্প্রতি নিরীহ ফিলিস্তিনবাসীর ওপর ইসরাইল বর্বরোচিত হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রতিবাদ সমাবেশে আজ থেকে সকল ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দেন তারা। শেষে ইসরায়েল এর পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, রামিম আল তায়িম, মাহফুজ, ফাহিম, ইউসুফ খান ফুয়াদ, সাদিয়া খান, সাদিয়া জুই, আফরিন স্মৃতি, ইভা খান প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়