প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সিরাজগঞ্জের কামারখন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় জাহানারা নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আলোকদিয়ার ক্যাম্পাস থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় নাসরীন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজর শিক্ষক ড.এম এ সবুর,জাহানারা নার্সিং কলেজের প্রভাষক জসিম উদ্দিন, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দিনকাল পত্রিকার সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজ, দুলাল হোসেন মন্ডল,শিক্ষার্থী গোলাম রাব্বি, মাবিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। এসময়ে সর্বস্তরের মানুষ সংহতি প্রকাশ করে শহীদ মিনারে সমাবেশে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.