সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাটুরিয়ায় ইজরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

এএস সফিক, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: গাজায় ইজরাইলি হামলার প্রতিবাদে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ২ টার দিকে সাটুরিয়ার তৌহিদী জনতার উদ্যোগে সাটুরিয়া বাসষ্টান্ড এলাকায় বিক্ষোভ সমাশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ^ব্যাপী মজলুম গাজাবাসীদের হরতালের সমর্থন দেন বক্তারা। হরগজ মাদরাসার মুহতামিম মাওলানা ওয়াহহাবের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের সাটুরিয়া উপজেলার সভাপতি মাওলানা আব্দুস ছামাদ, খেলাফত মজলিশ সাটুরিয়া উপজেলার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামী সাটুরিয়া উপজেলা আমীর আবু সাঈদ বিএসসি, নান্দেশ^রী ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা ইদ্রিস আলী, সাটুরিয়া শাহী জামে মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম ফিরুজী।বক্তারা বলেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা বন্ধ করতে মুসলিম দেশের প্রধানগণ আঙ্গুল চোষছেন। কি কারণে তারা প্রতিবাদ করছেন না। কেন নিশ্চুপ আমাদের বুঝে আাসছে না।  বাংলাদেশ সরকারকে গাজাবাসীর পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি একত্রিত হয়ে ইজরাইলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানানোর দাবি জানান। এসময় বিক্ষোভকারীরা ইজরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং সেসব দেশকে বয়কট করার দাবি জানান, যারা ইজরাইলকে সমর্থন দিচ্ছে। বিক্ষোভ সমাবেশ শেষে র‌্যালিটি সাটুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাটুরিয়া বাসষ্টান্ড এলাকায় আসেন। পরে গাজাবাসীদের জন্য দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি সমাপ্ত ঘোষণা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়