প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৫:১০ অপরাহ্ণ
বেলকুচির মদন মোহন সেবা সদনে অভিষেক ২০২৫ অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচির পৌর সদরে অবস্থিত বসুন্ধরা শ্রী শ্রী মদন মোহন জিউ'র অভিষেক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দিনব্যাপী অত্র কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে ভোর ৫টা থেকে ধর্মীয় বিভিন্ন কর্মসূচি শুরু হয়। দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি ও মদন মোহন সেবা সদনের নব-নিবার্চিত সভাপতি বৈদ্য নাথ রায়ের সভাপতিত্বে এবং সাধারল সম্পাদক গৌতম কুমার সাহার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য এ্যাড: ইন্দ্রজিৎ সাহা, সিরাজগঞ্জ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মানচিত্র কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক,

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এ্যাড: কল্যাণ সাহা, কেন্দ্রীয় সদস্য হিরক গুন, সহকারী অধ্যাপক পরিতোষ সরকার, দুলাল চোধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, কোষাধ্যক্ষ রনজিৎ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সদ্য কমল কৃষ্ণ সাহার মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও দেশ ও সমাজের কল্যাণ ও শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.