সংবাদের আলো ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবীর’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এদিকে বিক্ষোভ কর্মসূচি ঘিরে দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। মানবপ্রাচীর তৈরি করার পাশাপাশি ওই পথ ব্যবহারকারী অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকতে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.