বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালীগঞ্জে গাজার প্রতি সংহতি প্রকাশ, নো ওয়ার্ক, নো স্কুল ও বিক্ষোভ কর্মসূচী

পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে গাজায় ইসরাইলী নৃশংসতার প্রতিবাদে নো ওয়ার্ক, নো স্কুল ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ থেকে ওই কর্মসূচীর সূচনা হয়। সরে জমিনে দেখা যায়, সকালে সরকারী শ্রমিক কলেজ মাঠে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নানা বয়স ও শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে। এসময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকাসহ হরেক রকম শ্লোগান সম্বলিত প্লে কার্ড প্রদর্শন করতে দেখা যায়। সকলের অংশগ্রহণে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। পরে একটি মিছিল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারীরা বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনজুড়ে ইসরাইলী দখলদার বহিনী কর্তৃক যে নির্মম, অমানবিক গণহত্যা চালানো হয়েছে তা ইতিহাসে বিরল। সেখানকার মানুষকে তাদের পৈতৃক ভিটা ফেলে অনত্র সরে যেতে বাধ্য করা হয়েছে। আমরা বাংলাদেশের আপামর জনতার পক্ষ থেকে ফিলিস্তিনি ভাইদের প্রতি সংহতি প্রদর্শনের পাশাপাশি একটি কথা জানিয়ে দিতে চাই “আমরা বাংলাদেশীরা ফিলিস্তিনি ভাইদের পাশে আছি”।বক্তারা আরো বলেন, ভিনদেশী মদদপুষ্ট ইসরাইলী হায়েনা বাহিনীকে ছাড় দেওয়ার সময় শেষ হয়ে গেছে। জাতিসংঘ ও মুসলিম দেশের নেতাদের কাছে আহবান থাকবে তারা যেন অতিসত্ত¡র ফিলিস্তিনিদের পাশে দঁড়ান। ইসরাইলী দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করার এখনই উপযুক্ত সময়। উল্লেখ্য, গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ‘দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন’। সোমবার (৭ এপ্রিল)  এ অবরোধ পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে এটি পালনের ডাক দিয়েছেন তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়