গাজায় গণহত্যার প্রতিবাদে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্লাস-পরীক্ষা বর্জন


মো. জাহিদুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি: গাজায় চলমান ইসরায়েলি হামলা, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও বর্বর গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ৭ এপ্রিল (সোমবার) ঘোষিত “No Class, No Movement” কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৬ এপ্রিল (রবিবার) এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এই অবস্থানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে এই পদক্ষেপকে বিবেচনা করা হচ্ছে একটি বিবেকবান ও নৈতিক প্রতিবাদ হিসেবে।

শিক্ষার্থীরা জানান, এমন নিষ্ঠুর ও অমানবিক পরিস্থিতিতে স্বাভাবিক পাঠদান ও পরীক্ষার আয়োজন মানবতা ও ন্যায়ের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা। তারা আরও বলেন, বিশ্বের অধিকাংশ ক্ষমতাধর রাষ্ট্র যেখানে নীরব, সেখানে সাধারণ শিক্ষার্থীদের এই অবস্থান এক ধরনের নৈতিক দায়বদ্ধতা থেকে নেওয়া। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা দেশের সব শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গাজার পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি, ইসরায়েল ও তার মিত্র সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।