মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফিলিস্তিনে চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে  ক্লাস-পরীক্ষা বর্জন

মিজানুর রহমান ইবি প্রতিনিধি: দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে এবং আন্তর্জাতিক কর্মসূচি ‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’-র প্রতি সংহতি প্রকাশ করে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। রবিবার (৬ এপ্রিল) ফিলিস্তিনিদের ডাকা গ্লোবাল ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশিত হয়। এতে বলা হয়, গাজার নিপীড়িত মানুষের প্রতি অটল সংহতি প্রকাশ করে, আমরা ৭ এপ্রিল, সোমবার, গ্লোবাল ধর্মঘটের আহ্বানে সাড়া দিচ্ছি। এই দিনে, আমরা সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম—ক্লাস, ল্যাব, অফিসের কাজ—বাতিল করব। আমাদের প্রতিবাদ একটি ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে কণ্ঠস্বর, যা তথাকথিত সভ্য বিশ্ব উপেক্ষা করে চলেছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিদিন নিরীহ পুরুষ, নারী, শিশু এমনকি নবজাতকেরাও ইসরায়েলি দখলদার বাহিনী এবং তাদের নির্লজ্জ মিত্রদের হাতে হত্যা, অনাহার, দমন ও নীরব করে দেওয়া হচ্ছে।এটি যুদ্ধ নয়; এটি একটি জাতিগত নির্মূল অভিযান। এবং যখন বৈশ্বিক নেতারা চোখ বন্ধ করে রাখেন এবং মানবাধিকার রক্ষকরা নিষ্ক্রিয় থাকেন, তখন আমরা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কাপুরুষতার নীরবতার বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়াই। এটি শুধু একটি ধর্মঘট নয়; এটি মানবতার ঘোষণাপত্র, অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত চিৎকার এবং দিনের আলোয় সংঘটিত যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রতিবাদ। আমরা একসাথে সেই আহ্বান তুলি, যা নীরব হবে না: “নদী থেকে সাগর পর্যন্ত, ফিলিস্তিন হবে মুক্ত।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়