উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মিরাজুল ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। মিরাজুল বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে। রোববার বিকেলের দিকে বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ (ভূতের মোড়) এলাকা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। রাত ৮ টা পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের ফুফাতো ভাই মামুন জানান, বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মিরাজুল ইসলাম পরিবারের অন্য সদস্যদের সাথে বিকেলের দিকে যমুনা নদীতে গোসল করতে যায়।তবে সবার অগোচরে নদীর স্রোতের সাথে ভেসে যায়। মিরাজের শরীরে শক্তি কম থাকায় সে উঠতে পারেনি। এখনো ফায়ারসার্ভিস বা ডুবুরি দলের কেউ উদ্ধারে আসেনি। তবে চৌহালীর ইউএনও মো: মেস্তাফিজুর রহমান জানান, চৌহালীতে ফায়ারসার্ভিস বা ডুবুরিদল না থাকায় টাঙ্গাইলে যোগাযোগ করা হয়েছে। আশা করছি তারা এসে দ্রুত সময়ে উদ্ধার অভিযান চালাবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.