সংবাদের আলো ডেস্ক: গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় নাটোর স্বার্থরক্ষা কমিটির উদ্যোগে শহরের কানাইখালি থেকে মিছিলটি বের হয়। পরে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়াও সমাবেশ ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলামের নেতাদেরও উপস্থিত থাকতে দেখা যায়। বক্তারা বলেন,গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা। এছাড়া গাজার নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় নাটোরের কানাইখালিতে এক প্রতিবাদ কর্মসূচির ঘোষণাও দেয়া হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.