প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
২৩ বছর পর গলাচিপায় উপজেলা বিএনপির বর্ধিত সভা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: প্রায় ২৩ বছর পর পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপির আয়োজনে গলাচিপা সরকারি কলেজ অডিটরিয়ামে উপজেলা বিএনপির পরিচিতি ও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি বলেন, বিগত সরকারের আমলে আপনারা যারা হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছেন, যারা জেল খেটেছেন তাদেরকে মূল্যায়ন করা হবে।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মস্তফা মিয়া। সভায় উপজেলা বিএপির সব নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.