আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করছে সরকার: অর্থ উপদেষ্টা


সংবাদের আলো ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ছাড়ে আশাবাদী বাংলাদেশ— এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ঋণ পেতে শর্ত পূরণ করছে সরকার। দেশের স্বার্থে রাজস্ব আয় বাড়ানো ও ভর্তুকি কমাতে পদক্ষেপ নেয়া হবে। রোববার (৬ এপ্রিল) ঢাকায় সফররত আইএমএফ মিশনের সঙ্গে বৈঠকের পর এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। আইএমএফের সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিও প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অর্থ উপদেষ্টা জানান, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ।প্রতিনিধিদল চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড় নিয়ে বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে। আগামী ১৭ এপ্রিল আইএমএফ প্রতিনিধি দল সংবাদ সম্মেলনের মাধ্যমে সফর শেষ করবে। উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে সরকার। ওই বছরের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির অর্থ পায় বাংলাদেশ। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে দ্বিতীয় এবং ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তি ছাড় করা হয়। তিন কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ২৩১ কোটি ডলার। এখনো বাকি রয়েছে ২৩৯ কোটি ডলার।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।