সংবাদের আলো ডেস্ক: প্রেমিকের অন্যত্র বিয়ের খবরে হাতে বিষের বোতল আর হৃদয়ে অভিমানের আগুন নিয়ে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। ঘটনাটি ঘটেছে রোববার (৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ঘোনাপাড়ায়। অনশনরত ছাত্রী মহেশখালীর মাতারবাড়ির বলীর পাড়ার বাসিন্দা এবং বদরখালী ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তার দাবি, দীর্ঘদিন ধরে প্রবাসী বাদলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বাদল তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে গেলেও শেষমেশ অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেন। এ খবরে মানসিকভাবে ভেঙে পড়েন ছাত্রীটি এবং বিষের বোতল হাতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেন। স্থানীয়দের ভাষ্য, বাদলের পরিবারের পক্ষ থেকে ওই ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বাদলের পরিবারের কেউ মুখ খুলতে রাজি হননি। এমনকি তারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। বিয়ে না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই ছাত্রী। চাকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.