মানিকগঞ্জে যুবদল নেতা মদ খেয়ে থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি, আটক ২


সংবাদের আলো ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। সেই খবর পেয়ে স্থানীয় যুবদলের দুই নেতা মদ্যপ্রাণ অবস্থায় থানায় গিয়ে ঐ আসামিকে ছাড়াতে গিয়ে পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করেন। নেশাগ্রস্থ অবস্থায় থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ২ যুবদল নেতাকে আটক করেছে সিংগাইর পুলিশ। শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে সিংগাইর থানা চত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার উপ-পরিদর্শক(এসআই) পার্থ শেখর ঘোষ। আটককৃতরা হলেন, সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) তিনি সিংগাইর পৌরসভার ৭নং ওয়ার্ডের গোবিন্দল গ্রামের মৃত আব্দুল করিম সরকারের ছেলে এবং পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫) একই গ্রামের আব্দুল জলিলের ছেলে। সিংগাইর থানার উপ-পরিদর্শক(এসআই) পার্থ শেখর ঘোষ বলেন, সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামে মারামারির ঘটনায় সিংগাইর থানার একটি নিয়মিত মামলার এক আসামীকে গ্রেফতারের পর রাত নয়টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়।এসময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের ২ যুবদল নেতাকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, তারা মদ্যপ অবস্থায় থাকার কারণে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়ার দায়ে আটককৃত ২ যুবদল নেতার বিরুদ্ধে গতকাল রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে ওই দুজনকে আদালতে পাঠানো হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।