সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের স্বরণে নাইট ক্রিকেট টুর্নামেন্ট

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার স্বরণে সেমি-সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার পিংনা ইউনিয়নের ৪৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে পিংনা স্পোর্টিং ক্লাব। জমকালো আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।  আয়োজক কমিটি জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও মোবাইলের আসক্তি থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়াচর্চার মনোযোগী ও আগ্রহী করে তুলতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সন্ধা থেকেই নানা বয়সী ক্রিকেট প্রেমীরা এ খেলা দেখতে আসেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন তারা।  টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। আর শিরোপা নির্ধারণী চুড়ান্ত খেলায় পিংনা স্পোর্টিং ক্লাব ও ফুলদহ পাড়া আদর্শ একাদশ দল অংশ নেয়।এতে পিংনা স্পোর্টিং ক্লাব বিজয়ী হন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া প্রতি খেলোয়াড়কে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।  এ সময় উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী লেকু, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জিয়া মিয়া, যুবদল নেতা সাখাওয়াত হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল মিয়া, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়