প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
উলামা ত্বলাবা কল্যাণ পরিষদের আয়োজনে কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে উলামা ত্বলাবা কল্যাণ পরিষদের আয়োজনে প্রবীণ আলেম ও মেধাবী শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ০৫ এপ্রিল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা হলরুম তেপান্তরে তিন পর্বে এই আয়োজন করা হয়। আলহাজ্ব মাওলানা গোলাম হোসেন মাষ্টারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস। উলামা ত্বলাবা কল্যাণ পরিষদের সেক্রেটারি মুফতি শহীদুল্লাহ মাহমুদের সঞ্চালনায় বাইরে থেকে আগত অতিথি ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্তরের আলেম-ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে নালিতাবাড়ী উপজেলার মেধা স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ও প্রবীণ আলেমদের ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও আলোচনা সভা ও ইসলামী সংগীত পরিবেশনা করা হয়। পরে বিশেষ দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতার সমাপন করা হয়। একই দিনে উলামা ত্বলাবা কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার মোহতামীম, শিক্ষক, প্রবীণ-নবীন শতাধিক আলেম ওলামাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে উলামা ত্বলাবা কল্যাণ পরিষদ আলেম সমাজের অধিকার, সম্মাননাসহ বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.