রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগরে এসএসসি  পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক মিলাদ ও  ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ এপ্রিল) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে ও শিক্ষক ও সাংবাদিক মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ সুমন মিয়া। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য ও শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম, সলিমগঞ্জ কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক মীর তাইজুল ইসলাম, আতিকুর রহমান সবুজ মাস্টার। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আরমান আলী, সিনিয়র শিক্ষক খায়রুন নেসা ডেইজী, প্রভাষক আবরার কবির, পরীক্ষার্থী রাফসান আহমেদ, জুনায়েদ হোসেন, মোছা হোসেন, তিশা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে।তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে  নিজের ও পরিবারের বাবা-মা এবং প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা তা করে যাব। এসময় তারা শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন। এ সময় গভর্নিং বডির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৫ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে সবার মঙ্গল কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়