শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) উপজেলার ঘোড়াশাল ব্রিজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, শনিবার সকালে ঘোড়াশাল ব্রিজের নিচে বালুর মধ্যে এক অজ্ঞাত যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে কালীগঞ্জ থানায় অবহিত করেন। পরে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল নেতৃত্বে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরনে ছিল ফিরোজা নীল রঙের ফুল হাতা গেঞ্জি ও গাঢ় নীল রঙের ট্রাউজার। পোশাকগুলো ছিল মলিন, ধুলো মাখা এবং কিছু অংশ ছেঁড়া।নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বলেন, আজ সকালে কালীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে জানতে পারি ঘোড়াশাল ব্রিজের নিচে অজ্ঞাত একটি মরদেহ পড়ে আছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ব্যাক্তিটির বয়স আনুমানিক ২৮-৩০ বছরের মধ্যে হবে। তার ডান হাত, বাম পা ভাঙ্গা এবং মাথায় পাথরের আঘাত রয়েছে।  ধারণা করছি ট্রেনের ধাক্কায় সে নিহত হয়েছে। মরদেহের পরিচয় সনাক্তের সহযোগীতার জন্য পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কে ডেকেছি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়