শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাউফলে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে আহত মো. হৃদয় হোসেন (১৬) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হৃদয় বাউফল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক। জানা গেছে, গত ১৮ জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন নিহত মো. হৃদয় হোসেন। আন্দোলনকালে তিনি মাথায়, বুকে ও হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন। দীর্ঘদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়ার পরও তার মাথায় আটকে থাকা কয়েকটি ছড়রা গুলি বের করা সম্ভব হয়নি।বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাম্মি ইসলাম তরণ বলেন, নিহতের শারিরীক পরীক্ষা করার পরে আমরা বুঝতে পারি তার ব্রেইনের পর্দায় ইনফেকশন হয়ে তিনি অজ্ঞান হয়েছিলেন। পরিবারকে উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছিল। তবে তার পরিবার আর্থিকভাবে স্বচ্ছল নয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে মাথায় গুলি ছিলো কিনা তা নিশ্চিত নয় বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়