শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গনঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

আমানুল্লাহ আসিফ: শেরপুরের নালিতাবাড়ীতে গনঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার পৌর শহরের কাচারিপাড়া দলীয় উপজেলা কার্যালয়ে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আবু সাঈদ ইমনকে আহ্বায়ক ও মোঃ শফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়।

গনঅধিকার পরিষদ শেরপুর জেলা শাখার আহ্বায়ক আরিফ আহমেদ ও সদস্য সচিব শামসুজ্জামান শিবলু সাক্ষরিত ৪৮ সদস্যবিশিষ্ট এই কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে অন্যান্যের মাঝে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান, হাবিবুর রহমান,ফিরুজ মিয়া, খলিলুর রহমান, খোরশেদ আলম, পারভেজ মোশারফ, রিয়াজ উদ্দিন, জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাদিকুর হাসান, যুগ্ম সদস্য সচিব আলম মিয়া, মাইনদ্দীন জামান, হাফিজুর রহমান, আলী হোসেন, আব্দুল মালেক, সাগর আহমেদ কার্যকরী সদস্য আজাদ আলী, জাকারিয়া, আলাল হোসেন প্রমুখ।

কমিটি অনুমোদনকালে গনঅধিকার পরিষদ শেরপুর জেলা শাখার আহ্বায়ক আরিফ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো: শহিদুল ইসলাম সোহাগ, মনিরুজ্জামান মনির, আবু সাঈদ, সদস্য সচিব, মো: শামছুজ্জামান শিবলু, যুগ্ম সদস্য সচিব মো: নুরুল আমিন, এস এইস সোহেল, কার্যকরী সদস্য আসাদুজ্জামান রিপনসহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়