শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাদকমুক্ত সমাজ গঠনে কর্নসূতী গ্রামের অভিনব চিন্তাভাবনা

খাইরুল ইসলাম, কামারখন্দ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
খেলাধুলার শক্তি যে মাদককে হার মানাতে পারে, সেটাই প্রমাণ করছে সিরাজগঞ্জের কর্ণসূতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট। “খেলাই শক্তি, খেলাই বল মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতার পঞ্চম সিজনের ফাইনাল হয়ে গেল এক উৎসবমুখর পরিবেশে। বুধবার রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচ। এতে চ্যাম্পিয়ন হয় কর্ণসূতি রক স্টার, আর রানার্সআপ হয় কর্ণসূতি ইউনাইটেড।
বিজয়ী দল পুরস্কার হিসেবে পেয়েছে খাসি ও ট্রফি, আর রানার্সআপ দল পেয়েছে ট্রফি। তবে প্রতিযোগীদের জন্য পুরস্কারের চেয়েও বড় বিষয় ছিল অংশগ্রহণের আনন্দ এবং খেলাধুলার মাধ্যমে একতাবদ্ধ হওয়া। এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য ছিল মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণদের দূরে রাখা। আয়োজকদের ভাষায়, “আমরা চাই তরুণরা মাঠে থাকুক, ব্যাট-বলে স্বপ্ন আঁকুক, সুস্থ জীবন গড়ুক।
উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসসহ অন্যান্য অতিথিরা ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কর্ণসূতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট এখন শুধু একটি খেলার আয়োজন নয়, এটি পরিণত হয়েছে সামাজিক সচেতনতামূলক একটি মঞ্চে। আগামীতে এই আয়োজন আরও বড় পরিসরে হবে এমনটাই প্রত্যাশা করছে পুরো এলাকা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়