শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভোলায় দফায় দফায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ২০

সংবাদের আলো ডেস্ক: ভোলায় চরফ্যাশন উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি-জমা নিয়ে স্থানীয় মো. টিপু সুলতান ও মো. আলমগীরের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আজ সকালে তাদের সমাঝোতায় বসার কথা ছিলো। কিন্তু আলমগীর পক্ষের লোকজন সময় মত উপস্থিত না হওয়ায় দুই পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এ ঘটনার জেরে বিকেলে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। তারা আরও জানান, এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। টিপু সুলতান ও মো. আলমগীর বিএনপির রাজনীতির সাথে জড়িত। পুলিশ জানায়, বর্তমা‌নে ওই এলাকার প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে। ত‌বে এখনও কেউ থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়