শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামের যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে ঈদ পরবর্তী প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কামাল হোসেন খানের সভাপতিত্বে এবং মোজাম্মেল হোসেন খান তোপুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বামনহাটা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক আলহাজ্ব আব্দুছ ছালাম খান, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খান, সাবেক কাউন্সিলর নবাব আলী খান,নজরুল ইসলাম খান লাল খান, পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মাণিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রশিদ শেখ, জালাল উদ্দীন। উপস্থিত ছিলেন, শামীম শেখ, সাব্বির হোসেন শেখ, সাব্বির হোসেন প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়