শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার’

সংবাদের আলো ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। মানুষ ১৪, ১৮ এবং ২০২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় তিন কোটি ৬০ লাখ তরুণ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছে এই দেশের মানুষ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫’ উপলক্ষে দুরন্ত ১৬ ব্যাচের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এই অন্তর্বর্তী সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। কাজেই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের, সেই আকাঙ্ক্ষা সরকার দ্রুত পূরণ করবে—এটাই স্বাভাবিক বিষয়। আমরা দলের পক্ষ থেকে এই দাবি সব সময় জানিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা।এ কারণে আমরা এই সরকারকে সহযোগিতাও করে যাচ্ছি। যেহেতু এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। তাই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেটি পূরণ করতে যৌক্তিক সময়ে সরকার পদক্ষেপ নেবে।’ ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি টুকু আরো বলেন, ‘দ্রুত সময়ের মধ্যেই আমাদের নেতা তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়