পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কর্তন


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামে বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাতে স্বামীর পরকীয়া সন্দেহে লিঙ্গ কর্তন করেছে স্ত্রী। উত্তর লোকেরপাড়া গ্রামের নুলু খানের ছেলে মোবারক হোসেন খান একজন গামের্ন্টস কর্মী তার স্ত্রী মায়া দিনাজপুর জেলার মেয়ে এবং সেও গামের্ন্টস কর্মী। তারা ঢাকায় থাকে এবং গামের্ন্টস কর্মী, ঈদের ছুটিতে বাড়িতে আসে।স্বামীর পরকীয়া সন্দেহে দীর্ঘদিন যাবৎ তাদের মাঝে দ্বন্দ্ব চলছিলো। তারই ধারা বাহিকতায় বুধবার দিবাগত রাতে স্বামী মোবারকের লিঙ্গ কর্তন করে স্ত্রী মায়া। তাকে মূমুর্ষু অবস্থায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।