সংবাদের আলো ডেস্ক: যশোরের অভয়নগরে ঈদ মেলার সেই ফুচকাওয়ালা মনির হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল ) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মনির মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের উত্তরপাড়ার আব্দুল লতিফের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় বুধবার তানজিম হোসাইন নামের একজন অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনে একটি মামলা দায়ের করে। যার নম্বর-৩। ধারা ২৭২/২৭৩/৩৩৬।অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, ঈদ মেলার ফুচকা খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়েছেন। মামলা হওয়ার পর ফুচকাওয়ালা মনির হোসেনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে। উল্লেখ্য, অভয়নগরের ভৈরব সেতুর পূর্বপাড়ের দেয়াপাড়ায় ঈদ বসেছিলো। মেলায় ঘুরতে গিয়ে ইন্ডিয়ান পানিপুরি ও ভোজপুরি নামক ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে কাপাশহাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইনের পরিবারের ৩জন, বেঙ্গল টেক্সটাইল মিলের ইমাম সাহেবের পরিবারের ৮ জন, প্রেমবাগ গ্রামের এক পরিবারের ৫ জন, আসাদুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া খাতুন, ছেলে সোহাগ ও সিয়াম, মেয়ে বৃষ্টিসহ ২৪৩ জন অসুস্থ হয়ে পড়ে । এর মধ্যে ৫৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। ২৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.