বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনার একাধিক উপজেলায় সংঘর্ষে আহত অর্ধশতের উপরে

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া খালিয়াজুরী ও পূর্বধলা উপজেলার গ্রামে গ্রামে বিভিন্ন বিরোধের জেরে হামলা লুটপাট, অগ্নিসংযোগসহ সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে করে প্রায় অর্ঘশতের উপরে মানুষ আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে রয়েছে। জানা গেছে, পুর্ব শত্রুতার জেরে কেন্দুয়ায় মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জনের মতো আহত হয়েছে। একজনকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। সংঘর্ষের ধারাবাহিকতায় ছবিলা গ্রামের ৬ টি ঘর পুরিয়ে দিয়ে গরুসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। বুধবার সকাল থেকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রাম ও ছবিলা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়সহ প্রত্যক্ষদর্শী ঈদে বাড়ি আসা ছবিলা গ্রামের এক শিক্ষার্থী মো. সোহান জানান, ঈদের দিন ঘুরতে গিয়ে সোমবার সন্ধ্যায় পুর্ব শত্রুতার জেরে ছবিলা গ্রামের এজাহারের মাথা ফাটিয়ে দেয় বলাইশিমুল গ্রামের তাহাজ্জুত ও পারভেজ। এ ঘটনায় পরদিন মঙ্গলবার মীমাংসা করতে বলাইশিমুল গ্রামের লোকজন নিয়ে বিরোধকারীরা ছবিলা গ্রামে যায়। পরে মীমাংসা না মেনে তাহাজ্জুত পারভেজরা উত্তেজিত হয়ে গেলে পারভেজকে মারধোর করে ছবিলা গ্রামরে এজাহারের লোকজন। এরই জেরে বুধবার বলাইশিমুল গ্রামে মাইকিং করে ছবিলা গ্রামে হামলার কথায় দুই গ্রামের মানুষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে কমপেক্ষ ৩০ জনের মতো আহত হয়। আকাশ নামের ছবিলা গ্রামের ১৫ বছর বয়সী কিশোরকে ময়মনসিংহ পাঠানো হয়।সেখানে হাসপাতালে রাখে নি। হামলার সময় বলাইশিমুল গ্রামের মানুষ ছবিলা গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আমার ফফুর বাড়ি ক্ষতি হয়। এসময় ৫ টি গরুও  নিয়ে যায়। আমরা কোনকিছুর সাথে জড়িত না হয়েও মাঝখান থেকে ক্ষতিগ্রস্থ হয়েছি। এ ব্যাপারে ওসি মিজানুর রহমান সংঘর্ষের ঘটনা স্বীকার করে বলেন, ইট পাটকেলে কয়েকজন আহত হয়েছে। তবে নিয়ন্ত্রণে চলে এসেছে সংঘর্ষ। কিন্তু কি ঘটনায় তা এখনো সঠিক বলা যাচ্ছে না। এইদিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নে হিরনপুর বাজারে আওয়ামী লীগকর্মী টিটু মিয়ার দোকানের পাশে মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে বিএনপির কর্মী আনিসুর রহমানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মী টিটু মিয়া,শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মইনউদ্দিনকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে।এতে মো: মইনউদ্দিন গুরুতর আহত হলে তাঁকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে হাওরাঞ্চল খালিয়াজুরীতে গ্রামীণ সড়কে মাটিকাটাকে কেন্দ্র করে পাচহাট গ্রামের সোসা মিয়া ও শরীফ গ্রুপের মধ্যে একইভাবে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ হয়। এতে ২০ জনের মতো আহত হয়েছে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন মাঠে গিয়ে মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নামানো হয়েছে। তিনি বলেন কাজহীন এসকল মানুষেরা ঝগড়া খুঁজে বেড়ায়। তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়