ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের সম্ভাবনা


সংবাদের আলো ডেস্ক: বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে— এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। বুধবার (২ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে আগ বাড়িয়ে বলার সুযোগ নেই। তবে এটি হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমরা পরবর্তীতে চেয়ারম্যান হতে যাচ্ছি। তাই সবাই আমাদের সঙ্গে আলোচনা করতে চাইবে। এ সময় প্রধান উপদেষ্টার চীন সফর ভারতের সাথে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্স নিয়ে আগেও কথা বলেছেন। কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। তবে আমরা এটা জোর করে চাপিয়ে দেব না। বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা বিষয়ে আলোচনার সুযোগ নেই। তবে যেখানে সুযোগ মিলবে সেখানেই প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হবে। এ সময় সম্মেলনে ব্যবসা-বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও জলবায়ু পরিবর্তনসহ ৭টি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পাবে বলেও জানান তিনি। আগামীকাল বৃহস্পতিবার এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সম্মেলনের শেষ দিনে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিবেন ড. মুহাম্মদ ইউনূস এর আগে, বুধবার বিকেলে ব্যাংককে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। প্রসঙ্গত, আজ বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়। বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ এতে অংশ নেয়। প্রথম দিন সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। সভা শুরুর আগে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।