উল্লাপাড়ায় অস্ত্র লুট মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার


সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় সলঙ্গা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) ১০টার দিকে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া তার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত ৫ আগস্ট সলঙ্গা থানায় হামলা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা দুই মামলার এজাহারনামীয় আসামি আলম রেজা। গোপন সংবাদের হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় তার ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।