প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৮:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১:১৩ অপরাহ্ণ
ঈদের ছুটিতে দুর্গাপুরে পর্যটকদের ভিড়ে মুখরিত সাদামাটির পাহাড়

রাজেশ গৌড় দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী গারো পাহাড় বেষ্টিত নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা এ উপজেলার সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড়। ঈদের ছুটিতে পর্যটকদের ভীড়ে মুখরিত এ সাদামাটির পাহাড় । আবহাওয়া অনুকূলে থাকায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ঈদের দিন থেকেই আসতে শুরু করেছে পর্যটকরা। পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে এ সাদামাটির পাহাড় পর্যটকদের ভিড় ছিলো দেখার মতো। ঈদের ৩য় দিন বুধবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি কাটাতে সাদা মাটির পাহাড়ে কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন দম্পতি আবার কেউ আসছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে। সেরা মুহূর্তকে স্মরণীয় করতে কেউ সেলফীবন্দী হচ্ছেন৷ সাদামাটির পাহাড়ে কোথাও সাদা, কোথাও গোলাপি, কোথাও বাদামি রঙের মিশ্রণ থাকায় দূর থেকে এই পাহাড় অপরূপ সুন্দর দেখায়। এখানে রয়েছে নীল পানির লেক। পর্যটকরা তপ্ত দুপুরে লেকের পানিতে পা ডুবিয়ে শীতলতা অনুভব করেন। যেন আনন্দের বন্যা।

ঢাকা থেকে বেড়াতে আসা দীপ্ত সাহা বলেন, ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এখানে সাদা মাটির পাহাড়, নীল পানির সৌন্দর্যে দেখে আমি বিমোহিত। যারা এখানে কখনও আসেনি তারা এখানে না আসলে এই সৌন্দর্য উপভোগ করার শান্তিটা বুঝতে পারবে না। গাজীপুর থেকে বেড়াতে আসা মো. আজাদ শিকদার নামের একজন বলেন, আমি প্রথমবার এই দুর্গাপুরে এসেছি। ঈদের মধ্যে আত্মীয় স্বজনদের নিয়ে এমন সুন্দর জায়গা গুলোতে ঘুরতে ভালোই লাগে। যারা এখানে কখনও আসেনি তারা এখানে না আসলে এই সৌন্দর্য উপভোগ করার শান্তিটা বুঝতে পারবে না। সত্যি বলতে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে গেছি।

মুন্সিগঞ্জ থেকে আসা আরেক পর্যটক দীপা বলেন, সাদা মাটির পাহাড় ভালো লাগার মতো। আমি ভিডিওতে দেখেছি অনেকবার তাই এইবার এসেই পরলাম কিন্তু ঈদ উপলক্ষে অনেক বেশি ভিড়,এতো এতো মানুষের ভিড়ে অনেককিছুই উপভোগ করা মিছ করছি মনে হচ্ছে তবে এখানে বার-বার আসতে মন চাইবে। নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের লম্বা ছুটি পেয়ে পরিবার-পরিজন নিয়ে দুর্গাপুরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে আসছেন অনেক মানুষ। পর্যটকরা যাতে নিরাপদভাবে ঘুরতে পারে সে জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.