সোহাগপুর সরকারী শ্যাম কিশোর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৪ ব্যাচের ৪০ বছর পূর্তি উপলক্ষে পূর্ন মিলনী ও মিলনমেলা


উজ্জল অধিকারী: এ যেন এক অভূতপূর্ব দৃশ্য, দীর্ঘ ৪০ বছর পর একে অপরের সঙ্গে দেখা। বন্ধু কেমন আছো? কোলাকুলি মোলাকাত। ৪০ বছর আগের স্মৃতিতে ফিরে গেল সবাই। সে এক অভূতপূর্ব দৃশ্য। বা সরকারি বেসরকারি উচ্চ স্থানে কর্মরত। আবার ছোট খাটো চাকরি করে। কেউ ব্যবসা করে। সবাই এক কাতারে একটি দিনের জন্য মিলেমিশে গিয়েছিল সেই ৪০ বছর আগের স্মৃতিতে। এটি সোহাগপুর শ্যাম কিশোর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর ৮৪ ব্যাচের ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সোহাগপুর সরকারী শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৪ ব্যাচের ৪০ বছর পূর্তি উপলক্ষে সহপাঠীদের পূর্ন মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকালে সোহাগপুর সরকারী শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ পূর্ন মিলনী অনুষ্ঠিত হয়।এসময় জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এ সময় স্কুল জীবনের সহপাঠীদের পেয়ে একে অপরের প্রতি আবেগ আপ্লুত হয়ে কুশল বিনিময় করেন। পরে দিনভর চলে আনন্দ উল্লাস এবং নানারকম মুখরোচক খাবারদাবার পরিবেশন। এসময় উক্ত অনুষ্ঠানে (১৯৮৪ ব্যাচ) বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগপুর সরকারী শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীর চর্চা শিক্ষক হাজী মোজাফফর হোসেন। এ সময় শিক্ষকদের কাছে পেয়ে তৎকালীন শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে তারা প্রাক্তন শিক্ষকের বর্তমান পরিস্থিতি সহ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।
এসময় হাজী মোজাফফর হোসেন বলেন আজ এ আয়োজনটি করার কারনে শিক্ষার্থীদের সাথে আবারো দেখা হলো। যদি এটি করা না হতো তাহলে কর্মব্যস্ততার কারনে হয়তো একসাথে এত শিক্ষার্থীদের সাথে দেখা হতো না। আজ সবাইকে একসাথে কাছে পেয়ে অনেক ভালো লাগছে। অত্র স্কুলের ৮৪ ব্যাচের ছাত্র সরকারি বেলকুচি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র স্কুলের বর্তমান প্রধান শিক্ষক এসএম শহিদুর রেজা, ৮৪ ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা সুলতানা লিলি, মো: আকছেদ আলী, এবিএম ফজলুর রহমান, মো: মালেক কিবরিয়া, মোহাম্মদ শামীম হোসেন, আব্দুল মান্নান সরকার প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।