প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
দুর্গাপুরে প্রধান শিক্ষক, অফিস সহকারী ও দপ্তরিকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজেশ গৌড় দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের ৩ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠানের শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান খান চুন্নু৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন নগুয়া ভাউরতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক শিক্ষার্থী আজিজুর রহমান খান রাসেল। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক হাবিবউল্লাহ, সাবেক শিক্ষার্থী খাইরুল ইসলাম খান, শেখ সোহেল রানা, ফয়জুর রহমান (ফয়েজ), আব্দুল হালিম। আনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃষ্ণেচর উচ্চ বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম ও অফিস সহকারী হযরত আলীকে বিদায়ী স্মারক ও দপ্তরি মরহুম আনোয়ার হোসেন কে মরনোত্তর বিদায়ী স্মারক দেন।

এছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপহার সামগ্রী দেন। বিদায়ী প্রধান শিক্ষক ও অফিস সহকারী তাদের কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে সকল শিক্ষককে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাই আমাকে যে সম্মান দিয়েছেন, তাতে আমরা গর্বিত ও আনন্দিত। বিদায়ী ৩ জনের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিদ্যালয়ে শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী৷

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.