রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন


রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজানে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ভাই ও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার (১ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন বেলা আড়াইটার দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিতাগাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত নুরুল আলম বকুল (৪১) পেশায় একজন প্রকৌশলী।জানা যায়, বিগত ২ বছর ধরে নিহত নুরুল আলমের সাথে তাদের সৎ মা ,সৎ ভাইয়ের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল।এসব বিষয়ে চট্টগ্রাম আদালতে মামলা চলমান।নিহতের ছোট ভাইয়ের স্ত্রী গৃহবধু নাসরিন আকতার লিজা জানান,দুপুরে জায়গা জমি নিয়ে উভয় পক্ষের মধ্য কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।এসময় নুরুল আলমকে দা,
লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।সরেজমিন গিয়ে দেখা যায়, প্রকৌশলী নুরুল আলমের ব্যবহ্নত পার্কিং এ রাখা প্রাইভেট কারের আয়না ভাংচুর করে হত্যাকারীরা।পূর্বশত্রুতার জেরে এঘটনা ঘটেছে বলে স্থানিয়রা জানান। প্রকৌশলী নুরুল আলম চট্টগ্রাম নগরে পরিবার নিয়ে বসবাস করতো।ঈদের ছুটিতে তিনি পরিবার নিয়ে বাড়ীতে আসেন।নিহত প্রকৌশলীর বাবার নাম নুরুল ইসলাম তার দুই সংসার।পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।