বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গজারিয়ায় মহাসড়কে দিনের আলোতে ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-২

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনের আলোতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি পশ্চিম পাড়া মহল্লার বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন ওরফে ফারদিন (২৩)। সে বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্র দলের অর্থ বিষয়ক সম্পাদক। অপর ছিনতাইকারী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক (৩২)। সে ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ। এর আগে গেল সোমবার সকাল থেকে মধ্যে রাত পর্যন্ত বালুয়াকান্দি ও চেঙ্গাকান্দি গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিকশা এবং ছিনতাই করা টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।ওসি আনোয়ার আলম আজাদ জানান, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে ঢাকা এয়ারপোর্টগামী একটি মাইক্রোবাস থেকে ৩টি মোবাইল ফোন এবং নগদ ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তিন ছিনতাইকারী। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানায় একটি মামলা হয়। মামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে ৩৬ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা চারজন ছিলো। একজন সিএনজি নিয়ে অপেক্ষা করছিল আর তিনজন সরাসরি ছিনতাইয়ে অংশগ্রহণ করেছিলো। তাদের দলের বাকী সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়