বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

অগ্রগামী তরুণ সংগঠনের ৫ম বর্ষপূর্তি ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

আমানুল্লাহ আসিফ: শেরপুরের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন “অগ্রগামী তরুণ সংগঠন” এর ৫ম বর্ষপূর্তি ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ মার্চ শেরপুর সদর উপজেলার ঘুঘড়াকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
অগ্রগামী তরুণ সংগঠনের সভাপতি মাহবুবুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন আকাশের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন চরাঞ্চল স্বেচ্ছাসেবী এক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন সরকার, ঘুঘুরাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমান, অগ্রগামী তরুণ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জানাব মাফিজুল ইসলাম, উপদেষ্টা আব্দুল আজিজ, আতিক হাসান স্বপ্ন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফসহ অগ্রগামী তরুণ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অগ্রগামী তরুণ সংগঠনের উদ্দেশ্য ও বিগত ৫ বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিগণ অগ্রগামী তরুণ সংগঠন এর কার্যক্রমের প্রশংসা করেন ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সংগঠনটি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে সকলেই এমন প্রত্যাশা রাখেন।
পরে অগ্রগামী তরুণ সংগঠন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও অগ্রগামী তরুণ সংগঠনের বিভিন্ন সদস্যদের মাঝে রক্তদানে বিশেষ অবদান, মানবসেবায় বিশেষ অবদান, তরুণ রক্তদাতা ও শেষ্ঠ সংগঠক হিসাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সৃষ্টির সেবা তরুণ সংঘ স্বেচ্ছায় রক্তদানে জামালপুর (BSBF) সংগঠনকেও মানবসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করে অগ্রগামী তরুণ সংগঠন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়