বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নালিতাবাড়ীতে অর্ধশতাধিক অসহায় পরিবার পেল ঈদ উপহার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: ঈদের আনন্দ হোক সবার স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে অর্ধশতাধিক পরিবারকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে। ৩০ মার্চ রোববার এসব পরিবারের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সূত্র জানায় , কিছু উদ্যমী যুবক ঈদের আনন্দ হোক সবার স্লোগানে গত কয়েক বছর ধরে অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে আসছে। বিভিন্ন দাতা সদস্যদের সহায়তায় এই কার্যক্রম বাস্তবায়নে স্বেচ্ছাসেবী কিছু যুবক এই কাজ করে থাকে। রোববার অর্ধশতাধিক পরিবারের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয় এবছরের ঈদ উপহার।
উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, চিনি, সেমাই, লবণ, গুঁড়ো দুধ, হুইল ইত্যাদি।
উপহার সামগ্রী পেয়ে খুব খুশি অসহায় পরিবারের সদস্যরা। তারা এই যুবকদের ধন্যবাদ জানান। আছিয়া নামক এক বৃদ্ধা বলেন, ঈদের দিন খাওয়ার মতো ভালা কিছু আছিন না। এদের উপহার পাইয়া ভালা হইছে। যারা দিছে আল্লাহ তাগো হাজার বছর বচাইয়া রাখুক।
এই কার্যক্রম বাস্তবায়নের অন্যতম সদস্য আমানুল্লাহ আসিফ বলেন, প্রতিবছরের মতো আমরা এবছরও সকলের সহযোগিতায় কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। আমাদের যারা সহযোগিতা করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকম কার্যক্রম আজীবন অব্যহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়